স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা গ্রামের নাদিরা বেগম নামের এক প্রবাসীর স্ত্রীর মহিলা বসত গৃহে হামলা, মারধর, লুটপাট ও ভাংচুরের অভিযোগ উঠছে। নাদিরা হাতুন্ডা কাতার প্রবাসী আব্দুল আহাদের স্ত্রী।
অভিযোগকারী নাদিরা বলেন, গত ২৯ নভেম্বর দুপুর ২টায় তার প্রবাসী স্বামীর সাবেক স্ত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সাতগাঁও গ্রামের মৃত মিন্নত আলীর কন্যা সেলিনা আক্তার (৩৫), মৃত তারা মিয়ার পুত্র কামাল মিয়া (৩৮), ফিরোজ মিয়ার পুত্র জুয়েল মিয়া (৩৫) অজ্ঞাত আরও কয়েকজনকে নিয়ে তার বসত গৃহে অনুপ্রবেশ করে। নাদিরার সঙ্গে অহেতুক তর্ক বিতর্ক শুরু করে।
তর্ক বিতর্কের এক পর্যায়ে নাদিরাকে সকলে মিলে মারধরসহ শ্লীলতাহানি করে। এতে নাদিরা গুরুতর আহত হন। হামলাকারীরা নাদিরা সুকেসের তালা ভেঙে তার দেড় ভরি স্বর্ণালংকার, ৫৫ হাজার নগদ টাকা নিয়ে যায়। ভাংচুর করে বাড়ির মূল্যবান জিনিসপত্র। নাদিরার শোরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা তাদের তান্ডব বন্ধ করে। খবর পেয়ে চুনারুঘাট থানার পুলিশ ঘটনা স্থলে চলে আসলে সেলিনা বাড়িটিকে তার নিজের স্বামীর বাড়ি বলে দাবি করে তারা। রেজিস্ট্রি মূলে বাড়িটির মালিক প্রবাসী আহাদ মিয়ার বর্তমান স্ত্রী নাদিরা বেগম।
তাছাড়াও আহাদ মিয়ার সাবেক স্ত্রী সেলিনার সঙ্গে প্রায় ৮ বছর আগে আহাদের সাথে যাবতীয় লেনদেন শেষ করে রেজিস্টি তালাক হয়েছে। আহত নাদিরাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই মর্মে বাদী হয়ে নাদিরা আদালতে মামলা দায়ের করেছেন।
Leave a Reply