স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে বেগম রোকেয়া দিবসে বিভিন্ন ক্যাটাগরিতে সমাজে বিশেষ অবদানের জন্য ৫ নারীকে জয়িতা পুরস্কার দেওয়া হয়েছে। গতকাল সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তারের সভাপতিত্বে এবং শাওন চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ আলোচনা সভায় ৫ জন জয়িতা নারীকে ৫টি ক্যাটগরিতে ২০২৪ সালের জন্য উপজেলা কমিটি কর্তৃক চূড়ান্তভাবে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা নারী নির্বাচন করা হয়। নির্বাচিত জয়িতার নারীরা হলেন- মোসাম্মত জোনাকি বেগম, লুৎফুন্নাহার তালুকদার, মোছাঃ শাহেনা আক্তার শিল্পী, শিরিন আক্তার, মোছাঃ নূর জাহান বেগম।
Leave a Reply