বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন

চুনারুঘাটে বাড়ি রাস্তার বিরোধ নিয়ে একই পরিবারে ৭ জনকে কুপিয়ে জখম

চুনারুঘাটে বাড়ি রাস্তার বিরোধ নিয়ে একই পরিবারে ৭ জনকে কুপিয়ে জখম

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 90; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 36;

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বাড়ি যাতায়াতের রাস্তার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের স্বামী-স্ত্রী ও ছেলে মেয়েসহ ৯ জনকে কুপিয়ে রক্ষাক্ত জখম হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলার উবাহাটা ইউনিয়নের শ্রীকুটা (দাসপাড়া) গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, গত বুধবার ওই গ্রামের আইয়ূব আলীর ছেলে আরিফের সাথে বাড়িতে যাওয়ার রাস্তা নিয়ে একই বাড়ির কুনু মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। এর জের ধরে গত বৃহস্পতিবার মৃত আব্দুল মোতালিব মিয়ার ছেলে দুলু মিয়া, কুতুব মিয়া, পারভেজ ও রুবেলসহ দুর্বৃত্তরা আইয়ুব আলীর পরিবারের সদস্যদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলা গুরুতর আহত হন আইয়ূব আলী (৬৫) ও তার স্ত্রী আম্বিয়া খাতুন (৫৫), ছেলে আরিফ হোসেন (৩১), জুনাইদ মিয়া (২৫)। নিজের বাবা ও ভাইকে বাঁচাতে গিয়ে আহত হন মেয়ে জাহেয়রা আক্তার (৩৫), জেসমিন আক্তার (২৭), পুত্রবধূ হ্যাপি আক্তার (২২)। পরে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সবাইকে প্রথমে চুনারুঘাট হাসপাতালে প্রেরণ করেন। আইয়ূব আলী ও তার ছেলে জুনাইদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ভর্তি করা হয়। পরে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনার খরর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com