প্রেস বিজ্ঞপ্তি ॥ চুনারুঘাটে গোলগাঁও আদর্শ তরুণ সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে নগদ সহায়তা উপহার প্রদান সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) থেকে সংস্থার উদ্যোগে অসহায় হতদরিদ্র একাধিক ব্যক্তিকে নগদ ১৫ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সংস্থার সভাপতি ফয়সল আহমেদ তুষার মাস্টার জানান, সংস্থার পক্ষ থেকে পূর্বের ন্যায় নগদ আর্থিক সহায়তা, শীতবস্ত্র বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণসহ নানাবিধ সমাজ উন্নয়ন ও জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠার পর থেকে। এতে সংস্থার সদস্যদের ভূমিকা অপরিসীম। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক আবু নাসের এমরান (রাহি), যুগ্ম সাধারণ সম্পাদক জুনাইদ আহমদ, অর্থ সম্পাদক মোঃ রোমান মিয়াসহ প্রমূখ।
Leave a Reply