মাধবপুর প্রতিনিধি ॥ ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) এর ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে প্রকৌশলী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে শায়েস্তাগঞ্জ হাজী আব্দুল বারিক কনভেনশন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এফডিইবি’র হবিগঞ্জ জেলা শাখার সভাপতি প্রকৌশলী ইকরামুল মাজিদ দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী আসাদুজ্জামান রেজার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) এর হবিগঞ্জ জেলা শাখার উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর হবিগঞ্জ জেলা শাখার আমীর ও হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী কাজী মাওলানা মুখলেছুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এফডিইবি’র কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ অঞ্চল পরিচালক প্রকৌশলী মাহবুবুর রহমান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক প্রকৌশলী তারিকুল ইসলাম তারেক, অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ, গ্লোরী এগ্রো প্রোডাক্ট লিমিটেডের ব্যবস্থাপক জিয়া উদ্দিন ভূঁইয়া, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতনসহ অনেকই। এতে অন্তত সাড়ে তিনশত প্রকৌশলী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রকৌশলী ইকরামুল মাজিদ দুলালকে সভাপতি ও আসাদুজ্জামান চৌধুরী রেজাকে সাধারণ সম্পাদক, সৈকত ইসলামকে সাংগঠনিক ও জিয়া উদ্দিন ভূঁইয়াকে তথ্য সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ জেলা এফডিইবি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বক্তারা বলেন, প্রকৌশলীদের কর্মক্ষেত্রে দক্ষতা ও সততার পরিচয় দিতে হবে। তা না হলে কর্তৃপক্ষের কাছে যেমন জবাবদিহিতা করতে হবে তেমনি মহান প্রভুর কাছেও জবাবদিহিতা করতে হবে। কর্মক্ষেত্রে সততা না থাকলে খুব শীগ্রই ঝড়ে যেতে হবে।
অতিথির বক্তব্যে কাজী মাওলানা মুখলেছুর রহমান বলেন, আধুনিক দেশ গঠনে যেমন প্রকৌশলীর দরকার তেমনি সততা ও দক্ষতার দরকার। ৫ আগস্ট এর পূর্বে আমরা বিচ্ছিন্ন ছিলাম। ছাত্র জনতার বিপ্লবের পর আজ আপনাদের একত্রিত করতে পারলাম। আপনারা দেশ গঠনে কাজ এগিয়ে যান। কোথাও সমস্যা হলে একত্রিত বসে সমাধানের পথ খুঁজুন।
Leave a Reply