স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার ভোররাতে থানার এসআই মিজানুর রহমান মাধবপুর উপজেলা কড়রা পাকা রাস্তায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের প্রস্তÍুতিকালে দেশীয় অস্ত্রসহ নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের এমরান মিয়ার ছেলে পারভেজ মিয়া (২৩), সামসুল হকের ছেলে রবিউল আউয়াল রুবেল (৩৮) ও মাদারগড়া গ্রামের ইউসুফ মিয়ার ছেলে সামসুল হক (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে মনতলা তদন্ত কেন্দ্রের টহলদল উপজেলার মেরেশনি এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ভারতীয় গাঁজাসহ সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার দামপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে মোঃ আব্দুল গফ্ফার প্রকাশ বাউল গফফার শাহ (৫০)কে গ্রেফতার করে। তাছাড়া একই দিন পুলিশ উপজেলা রসুলপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত আজিজের ছেলে সুমন মিয়া নামে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেন। থানার অফিসার ইনচার্জ আব্দুলাহ আল মামুন জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply