ফেইসবুকে পোস্ট দিয়ে যুব-গণফোরাম থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিলেন এক যুব-গণফোরাম নেতা। গত শুক্রবার (৩ জানুয়ারি) রাত সোয়া ১১টায় নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে তিনি এ কথা জানান। পদত্যাগের ঘোষণা দেওয়া ওই যুব-গণফোরাম নেতার নাম মোঃ ইমরান আহমদ কাজল। তিনি নবীগঞ্জ উপজেলা যুব-গণফোরামের সদস্য সচিব।
জানা যায়, ইমরান আহমদ কাজল ২০১৯ সালে গণফোরামে যোগ দেন। গণফোরাম নেতাদের মত বিনিময়ে উপজেলা থেকে তিনি সদস্য নির্বাচিত হন। পরে ২০২৩ সালে নবীগঞ্জ উপজেলা যুব-গণফোরামের মৌখিক ভাবে সদস্য সচিব নির্বাচিত হন। ২০২৪ সালে যুব-গণফোরামের আহ্বায়ক কমিটির সদস্য সচিব নির্বাচিত হন। ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘২০১৯ থেকে ২০২৫ এই অর্ধ যুগের কাছাকাছি আমি উপজেলার একজন নেতা হয়েও বুকে হাত দিয়ে বলতে পারব এ সুযোগ নিয়ে আমি কখনো কোনো বেনিফিট নেইনি। নিজের ও নিজের বাবার টাকায় যুব-গণফোরামের রাজনীতি করেছি। কিন্তু বর্তমানে রাজনীতির প্রেক্ষাপটে আমি অনুভব করি যুব-গণফোরাম তথা নবীগঞ্জ উপজেলা গণফোরাম রাজনৈতিক মান ক্ষুণ্ন করেছে, তার ঐতিহ্য, আদর্শ থেকে সরে এসেছে। এখন আমার সেই তাগিদ নেই কারণ আমি পারিবারিক ও ব্যাক্তিগত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। একজন যুব-ফোরামের কর্মী হিসেবে দেশ এবং দেশের মানুষের জন্য যে দায়িত্ব পালন করার কথা আমার মনে হচ্ছে সেটা পালন করতে আমি ব্যর্থ। ইমরান আহমদ কাজলের এই পদত্যাগের পর থেকেই অনলাইনে চলছে কিছু নেতাদের তর্ক-বির্তক নেটিজেনরাও করছেন নানানভাবে ভাবে মন্তব্য! এ ব্যাপারে ইমরান আহমদ কাজল বলেন, আমি আমার বিবেকের তাড়নায় পদত্যাগ করেছি। বিষয়টি উপজেলা যুব-গণফোরামের সভাপতিকে জানাবো।
Leave a Reply