স্টাফ রিপোর্টার ॥ বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব বলেছেন, গত ১৬ বছরের দুর্নীতির বোঝা বয়ে বেড়াচ্ছে দেশের প্রতিটি মানুষ। আজ দ্রব্যমূল্য উর্ধগতির কারণও স্বৈরাচার সরকারের দুর্নীতি। বিএনপির সময় সারের দাম ছিল প্রতি বস্তা ২৮৫ টাকা। স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা নিয়েই বলেছিল পানির দামের চেয়ে কম দামে সার দেবে। কিন্তু সেই সারের দাম করেছিল ১ হাজার টাকা বস্তা। চাল বলেছিল ১০ টাকা কেজি খাওয়াবে। কিন্তু চালের দাম করেছে ৬৫/৭০ টাকা কেজি। ৮০ টাকার সয়াবিন তেল এখন পৌণে ২শ’ টাকা লিটার। গত ১৬ বছর শেখ হাসিনা দুর্নীতিবাজ পুষেছে। পরিবার, আত্মীয় স্বজন নিয়ে দুর্নীতি করেছে। লুটপাট করেছে। এখন পত্রপত্রিকায় খবর বের হয়েছে বিদেশেও তার বোনের মেয়ে দুর্নীতি করেছে। তার তদন্ত চলছে। আমাদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে দেশের সব সম্পদ লুটপাট করেছে। এসব দুর্নীতির বিচার এদেশের মাটিতেই হবে ইনশাআল্লাহ্। গতকাল রোববার বিকেলে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রত্না ও আতুকুড়া বাজারে বিএনপি ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আতুকুড়া বাজারে অনুষ্ঠিত পথসভায় বক্তৃতা করে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কুহিনুর আলম, উপজেলা যুবদলের সালাহ উদ্দিন ফারুক, সদস্য সচিব নাজমুল হোসেন প্রমূখ।
Leave a Reply