শুক্রবার, ১১ Jul ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ন

চুনারুঘাটে লোভাতুর চক্রের ফাঁদে কৃষকরা ॥ প্রশাসনের হস্তক্ষেপ কামনা

চুনারুঘাটে লোভাতুর চক্রের ফাঁদে কৃষকরা ॥ প্রশাসনের হস্তক্ষেপ কামনা

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলা রামশ্রী ও বড়কোটা গ্রামে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে বিক্রির মহোৎসব চলছে। এক্সেভেটর দিয়ে জমির উর্বর মাটি কেটে ইটভাটাসহ জমি ভরাট কাজে বিক্রি করছে হামিদ তালুকদার, আব্দুল আহাদ, কুতুব মিয়া, তাহির মিয়া, নুরুজ্জামান মিয়া ও কিম্মত আলীর নেতৃত্বে কতিপয় ব্যক্তি। প্রশাসনের নিরব ভূমিকায় তাদের ব্যবসায়ীদের দৌরাত্ম্য কিছুতেই বন্ধ হচ্ছে না।
জানা গেছে, এ উপজেলায় অধিকাংশ কৃষিজমি তিন ফসলি। এখানে বিভিন্ন প্রকার সবজিসহ ধান আবাদ করা হয়। কিন্তু প্রতিবছর এ উপজেলাতেই বিপুল পরিমাণ জমির মাটি কাটা হচ্ছে। এ কারণে দিন দিন আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে। কৃষকদের থেকে মাটি কিনে তা ইটভাটাসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে রাতারাতি অনেক টাকা পয়সার মালিক হচ্ছেন মাটি ব্যবসায়ীরা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উল্লেখিতদের নেতৃত্বে শক্তিশালী মাটি ব্যবসায়ী চক্র গড়ে উঠেছে। এরা দরিদ্র কৃষকদের নানা প্রলোভন দেখিয়ে জমির মাটি কিনে নিচ্ছে। আবার কেউ কেউ প্রয়োজনের তাগিদে নগদ অর্থ পেতে ফসলি জমির মাটি বিক্রি করে দিচ্ছেন। ৮-১০ ফুট গভীর করে মাটি কাটার ফলে অনেক জমি পুকুর বা ডোবায় পরিণত হয়েছে। এসব জমিতে ফসল বা মাছ চাষ করা সম্ভব হচ্ছে না। এছাড়া কৃষিজমি থেকে কেটে নেয়া মাটি বিভিন্ন স্থানে সরবরাহের কাজে ব্যবহার করা হচ্ছে ট্রাক্টর বা ট্রলি। এসব ট্রাক্টর বা ট্রলির কারণে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত গ্রামীণ রাস্তাঘাটে খানাখন্দকে পরিণত হয়েছে। ওই সড়কগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে দিন দিন। এছাড়া ট্রাক্টর বা ট্রলি চলাচলের কারণে আবাদি জমিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভুক্তভোগীর মানুষ এ বিষয়ে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com