শনিবার, ১৭ মে ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কাকাইলছেও- রসুলপুর সড়ক বর্ষা মৌসুমে  চলাচলে চরম দুর্ভোগ মালয়েশিয়ায় আজমিরীগঞ্জের প্রবাসী মহিবুরের মৃত্যু শোকার্ত পরিবার সাবেক এমপি মজিদ খানের পুকুরপাড়ে বজ্রনিরোধক যন্ত্র শেখ হাসিনা ও মাহবুব আলীসহ ৫ জনের বিরোদ্ধে মামলার প্রস্তুতি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ হবিগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে পুলিশের ভুমিকা মাধবপুরে ৫২ মাদক কারবারি গ্রেফতার॥ মূলহোতারা এখনো ধরা ছোঁয়ার বাইরে মাধবপুরের আজহার কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ হবিগঞ্জে সরকারী কলেজ শিক্ষকদের মতবিনিময় সভা জেলা কমিটি গঠন মাদক, বাল্য বিবাহ ও ইন্টানেটে আসক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ
নিজের অপকর্ম ঢাকতে বিএনপিকে ঢাল হিসেবে ব্যবহার করছেন চেয়ারম্যান – আশ্রাফী

নিজের অপকর্ম ঢাকতে বিএনপিকে ঢাল হিসেবে ব্যবহার করছেন চেয়ারম্যান – আশ্রাফী

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা বিএনপির সহ সভাপতি ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরীর বিরুদ্ধে ফেইসবুক লাইভে এসে কটুক্তি ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদ ও বিক্ষোভ সভা করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। গত সোমবার শুয়াইব আহমদ আশ্রাফী নামে এক ইসলামী বক্তা ফেইসবুক লাইভে এসে ওই বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেন।
গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় উপজেলার তেলিয়াপাড়ায় শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সহ সভাপতি পারভেজ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবুল, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত উল্লা, মাওলানা মিজানুর রহমান আজিজি প্রমূখ। সভায় বক্তারা বলেন, মাওলানা শোয়াইব আহমেদ আশরাফী একজন মাওলানা সাহেব হয়ে কিভাবে রাষ্ট্রের আইন লঙ্ঘন করে অবৈধ মাটির ব্যবসা করেন? দেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু বলেন, উনি যে অভিযোগ করেছেন তা প্রমাণ করতে পারলে পারভেজ হোসেন চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আর যদি প্রমাণ না করতে পারেন তাহলে আশরাফী সাহেবকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
ইসলামী বক্তা শুয়াইব আহমদ আশ্রাফী জানান, ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী নিজের অপকর্ম ঢাকতে বিএনপিকে টেনে এনে বিষয়টি জটিলতায় রূপ দিচ্ছেন। তিনি কখনও বিএনপিকে চাঁদাবাজির তকমা দেননি। ইউপি চেয়ারম্যান উপজেলার বিভিন্ন নদনদীসহ এলাকা থেকে বালু ও মাটি অবাধে তুলে নিচ্ছেন। তার এই অপকর্ম ঢাকতে শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা চালাচ্ছেন। প্রশাসন সঠিকভাবে তদন্ত করলে চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরীর প্রকৃত রূপ বেড়িয়ে আসবে বলে তিনি মন্তব্য করেন। নিজের অপকর্ম ঢাকতে ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী বিএনপিকে ঢাল হিসেবে ব্যবহার করছেন।
প্রসঙ্গত, সোমবার (৬ জানুয়ারি) দুপুরে শুয়াইব আহমদ আশ্রাফী নামে এক ইসলামী বক্তা ও স্থানীয় এক মাদ্রাসার প্রতিষ্ঠাতা ফেইসবুক লাইভে দাবি করেন ‘আমার মাদ্রাসা নির্মাণের জন্য আমি মাটি নিয়ে যাচ্ছি। এই মাটিতে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা পারভেজ চৌধুরী তার লোকজন দিয়ে চাঁদাবাজি করছে। চাঁদা না দেয়ায় গাড়ি থামিয়ে রেখেছে। আগেও আমার কাছ থেকে টাকা নিয়েছে। এর প্রমাণও আছে আমার কাছে। দেশবাসী দেখুন। এই অন্যায়ের বিচার করুন। আগেও তার মাধ্যমে এভাবে চাঁদাবাজির শিকার হয়েছি।’ তিনি ফেইসবুক লাইভে দেশবাসীসহ আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com