স্টাফ রিপোর্টার ॥ গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলার অভিযোগে ১৫০ জনের নামে একটি মামলা হয়েছে। গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া গ্রামের আসকর আলীর ছেলে হাফিজুর রহমান সদর মডেল থানায় এ মামলা করেন। জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহীকে প্রধান আসামি করে ৬৭ জনের নাম উল্লেখ ও ১৫০ জনকে এতে অজ্ঞাত আসামি করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির এ তথ্য দিয়েছেন। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে একই থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ রায়কে। এতে অভিযোগ করা হয়, ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা থানার সামনে গেলে আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেন। এ সময় বাদী হাফিজুরকে কুপিয়ে জখমসহ আরও অনেককে আহত করা হয়।
Leave a Reply