স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ভারতীয় ওয়াকিটকি ও মোবাইল সীমসহ আক্তার মিয়া নামের এক চোরাই গরু কারবারীকে আটক করেছে বিজিবি। শুক্রবার রাত প্রায় ৩টায় চিমটিবিল বিওপি’র বিজিবি জোয়ানরা তাকে সীমান্তের ১৯৭৩নং মেইন পিলারের নিকট থেকে আটক করেন। আটক আক্তার মিয়া উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের দক্ষিণ ছয়শ্রী গ্রামের আলফি মিয়ার পুত্র।
আক্তার মিয়া আটকের সত্যতা স্বীকার করেছেন চিমটিবিল বিজিবি ক্যাম্পের দায়িত্বশীল কর্মকর্তা। পরে তাকে চুনারুঘাট থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply