সোমবার, ১৯ মে ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা হেমেন্দ্র চৌধুরীর চির প্রয়াণ, শেষকৃত্য সম্পন্ন

আজমিরীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা হেমেন্দ্র চৌধুরীর চির প্রয়াণ, শেষকৃত্য সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউয়নের ঝিলুয়া হামাইখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা হেমেন্দ্র চৌধুরী (৮০) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল সোমবার (১৩ জানুয়ারি) সকাল আনুমানিক নয়টায় হবিগঞ্জ শহরে বসবাসরত উনার একমাত্র কন্যার বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
একইদিন বিকালে তার মরদেহ বদলপুর ইউনিয়নের ঝিলুয়ার হামাইখালীতে নিয়ে আসা হয়। বিকাল সাড়ে চারটার দিকে উনার নিজ বাড়ির উঠোনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবিড় রঞ্জন তালুকদারের নেতৃত্বে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল জাতির প্রয়াত এই সূর্য সন্তানকে গার্ড অব অনার প্রদান করেন। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষ স্থানীয় মহাশ্মশানে উনার শেষকৃত্য সম্পন্ন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা হেমেন্দ্র চৌধুরীর মৃত্যুতে উনার সহযোদ্ধা ও এলাকাবাসী শোকসমপ্ত পরিবারের প্রতি শোক সমবেদনা জ্ঞাপন করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com