চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে পূর্ব বিরোধের জের ধরে এক প্রতিবেশীর রান্না ঘরের পিছনে বাথরুমে পাইপ খোলা রেখে পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে। এর ফলে দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দাগণ।
জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের ঘরগাঁও গ্রামের ইদ্রিস আলীর ছেলে প্রাইমারী স্কুল শিক্ষক আলী হোসনের ঘরে বাথরুমের পাইপটি খোলা রেখে ময়লা খালে ছেড়ে দিয়েছেন। পাইপটি প্রতিবেশী মৃত মোঃ সামসু মিয়ার রান্না ঘরের পিছনে সরাসরি পড়ে। ফলে তাদের রান্নাঘরসহ রাস্তা চলাচলের সময় পথচারীদেরও দুর্গন্ধের কবলে পড়তে হয়। এ বিষয় ইদ্রিস মিয়ার পরিবারকে অবগত করলে তারা বলে যা পারেন করেন। আমরা পাইপ বন্ধ করব না।
পরে বিষয়টি স্থানীয় মুরুব্বিদের জানালে তারাও সমাধান করতে ব্যর্থ হন। বর্তমানে সামসু মিয়ার পরিবারসহ এলাকাবসী খোলা বাথরুমের পাইপের কারণে পরিবেশ মারাত্মক নষ্ট হচ্ছে। অন্য দিকে সামসু মিয়ার পরিবার ও পথচারীরা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন।
এ ব্যাপারে ভোক্তভোগী পরিবারের সদস্য মোঃ সানু মিয়া বলেন, ইদ্রিস মিয়ার পরিবারের সাথে আমাদের বিভিন্ন সময় বাড়ির বৃষ্টি পানি যাওয়া, পাইপ, নালা নিয়ে তাদের সাথে বিরোধ হয়। এর জের ধরে তারা বিভিন্ন সময় নানাভাবে সামসু মিয়ার পরিবারকে হয়রানি করে আসছে। এ বিরোধের বিষয় মিমাংসার জন্য মুরুব্বিরা বিভিন্ন সময় বসে উভয়পক্ষের সমাধান করে দিয়েছেন। একবার বিচারে মুরুব্বিরা ইদ্রিস মিয়ার পরিবারকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
Leave a Reply