হবিগঞ্জ প্রতিনিধি ॥ নারীদের আন্তর্জাতিক সংগঠন ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ তীব্র শীতে সুবিধা বঞ্চিত লোকজনের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। শতি নিবারণের উপকরণ হিসাবে কম্বল পেয়ে হাসি ফুটেছে ওই সকল সুবিধা বঞ্চিত মানুষের মুখে। গতকাল শনিবার বিকেলে হবিগঞ্জ শহরের অলিতে গলিতে থাকা সুবিধা বঞ্চিতদের খুজে খুজে বের করে এই কম্বল বিতরণ করেন ক্লাবের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট তাছকিরা আক্তার জুবলী, সেক্রেটারি এডভোকেট তাহমিনা খান, চার্টার প্রেসিডেন্ট তাহমিনা বেগম গিনি, ট্রেজারার রায়হানা বেগম, পাস্ট প্রেসিডেন্ট কুমকুম চৌধুরী, সদস্য নীহারিকা হেলেন খান, সালমা সুলতানা পলি। ক্লাব প্রেসিডেন্ট তাছকিরা আক্তার জুবলী বলেন, সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে পেরে সবাই আনন্দিত।
Leave a Reply