রবিবার, ১৮ মে ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন

মাধবপুরে শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দোয়া ও সভা

মাধবপুরে শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দোয়া ও সভা

মাধবপুর প্রতিনিধি ॥ বিএনপির প্রতিষ্টাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। মাধবপুর উপজেলা বিএনপি ও পৌর শাখার যৌথ আয়োজনে সোমবার বিকেলে মাধবপুর উপজেলা মিলনায়তনে দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা বিএনপির সভাপতি ধর্মঘর ইউপি সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,মাধবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু,সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুর রহমান সোহাগ,যুগ্ম সম্পাদক সুমন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি হাজী গোলাপ খান সেক্রেটারি আলা উদ্দিন আল রনি,সাবেক মেয়র হাবিবুর রহমান প্রমূখ। প্রধান অতিথি সৈয়দ মোঃ শাহজাহান বলেন,শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি দেশ গঠনে অতুলনীয় ভুমিকা রেখেছেন। দেশের মানুষের হৃদয়ে শহীদ রাষ্ট্রপতির নাম লেখা রয়েছে। কিন্তু বিগত আওয়ামীলীগ সরকার ইতিহাস বিকৃত করে জিয়াউর রহমানকে খাটো করতে চেয়েছিল। জনরোষে এখন তারা দেশ থেকে বিতাড়িত। তিনি বলেন, বিএনপি গণমানুষের দল।দেশে যত তাড়াতাড়ি নির্বাচন হবে জাতির জন্য মঙ্গল। কারন পরাজিত অপশক্তি এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। বিগত ১৭ বছর দেশের মানুষ গণতান্ত্রিক পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নিতে দেশে লাখো কোটি জনতা অপেক্ষা করছেন। আলোচনার সভার শহীদ রাষ্টপতি ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com