মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে। মুফতি ইজহারুল ইসলামের সঞ্চলনায় সংগঠনটির সদস্যদের প্রকাশ্য সকলের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সভাপতি পদে মুফতি রফিকুল ইসলাম আল মাদানী, সাধারণ সম্পাদক পদে মাওলানা এনামুল হক ও সাংগঠনিক সম্পাদক পদে মুফতি শফিকুল ইসলামকে নির্বাচিত হয়েছেন।
এছাড়া ২ বছর মেয়াদী কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, যুগ্ন সম্পাদক পদে মাওলানা কেফায়েতুল্লাহ নোমানীসহ ৭ সদস্যের প্রাথমিক কমিটি গঠন করা হয়।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জামে মসজিদে হরষপুর মাদ্রাসা প্রধান পরিচালক মাওলানা সিরাজুল ইসলামের এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাওলানা সৈয়দ নোমান পীর সাহেব মৌজপুর, মাওলানা আব্বাস আলী মুহতামিম চৌমুহনী মাদ্রাসা, মাওলানা আব্দুল মতিন সাতগাঁও মাদ্রাসা, মাওলানা ক্বারী শুয়াইব আহমদ আশরাফী মুহতামিম শাজাহানপুর মাদ্রাসা, মাওলানা শাহ গিয়াস উদ্দিন সভাপতি ওলামা পরিষদ মাধবপুর, মাওলানা সিরাজুল ইসলাম সিনিয়র সহ সভাপতি ওলামা পরিষদ মাধবপুর, মাওলানা মোহাম্মদ আলী চৌমুহনী মাওলানা হারুনুর রশীদ মুহতামিম সুলতানপুর মাদ্রাসা, মাওলানা এনামুল হক কাসেমী শাইখুল হাদিস ও শিক্ষা সচিব হরষপুর মাদ্রাসা,মুফতি শফিকুল ইসলাম মুহতামিম দেওগাঁও মাদ্রাসা, মাওলানা কেফায়তুল্লা নোমানী মুহতামিম দারুল কোরআন মাদ্রাসা মাধবপুর, হাফেজ মনিরুজ্জামান মৌজপুর, হাফেজ মনির হোসাইন হাবিবপুর মাদ্রাসা। ক্বারী মোহাম্মদ আক্কাসসহ ওলামায়ে কেরাম কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব তার বক্তব্যে বলেন, মাধবপুর উপজেলার ক্বওমি মাদ্রাসা সমূহের উন্নয়ন অগ্রগতি ও শিক্ষার মান এবং পারস্পরিক সৌভ্রাতৃত্ম, সহযোগিতা, সহ-মর্মিতা নিশ্চিতকরণসহ সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে অবস্থান। সু-পরিকল্পিত লক্ষ্য উদ্দেশ্য ও কর্মসূচি বাস্তবায়ন ও ওলামায়ে কেরামের ঐক্য প্রতিষ্ঠার একটি শক্তিশালী প্লাটফর্ম হিসেবে কাজ করবে সংগঠনটি।
Leave a Reply