মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে মহিলাসহ ৬জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে বাড়িঘর লুটপাটের ঘটনাও ঘটেছে। গতকাল বুধবার সকাল ৯টায় উজেলার চৌমুহনী ইউপি’র কমলানগর গ্রামে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। আহতদের মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলো কমলানগর গ্রামের নাজিম উদ্দিন শাহ (৬০), একই গ্রামের আব্বাছ উদ্দিন শিমুল (২৬), শাহেনা বেগম (৪০), পারভীন আক্তার (৪০), মাসুক মিয়া (৩৭), সাবিনা বেগম (৩৬)। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, কমলানগর গ্রামে নাজিম উদ্দিন শাহ ও জহুর আলীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল বুধবার সকালে বিরোধীয় জমি নিয়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়। সংঘর্ষ চলাকালে আসাদ আলীর বাড়িঘর লুটপাট ও ভাংচুরের অভিযোগ রয়েছে।
Leave a Reply