স্টাফ রিপোর্টার ॥ এখনো রহস্যময় পাজেরো গাড়ীর মালিকের সন্ধান পায়নি পুলিশ। ঢাকা মেট্রো ঘ ১১-১১৬২ নং গাড়ীটি গাজীপুর ইউনিয়নের আসামপাড়া বাজারের অদূরে হাজী মজলিশ মিয়া একাডেমি প্রাঙ্গন থেকে ১৫ জানুয়ারী উদ্ধার করা হয়। এলাকাবাসিরা জানান, ওইদিন ভোরে স্থানীয় মানুষের নজরে আসে কালো রঙের পাজেরো গাড়ীটি। গাড়ীর গ্লাস কালো রঙের হওয়ায় স্থানীয় মানুষের মাঝে সন্দেহের সৃষ্টি হয়। বিষয়টি মহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। চুনারুঘাটের এক সাংবাদিক তার আইডিতে লিখেন, কালো রঙের গাড়ীতে কোন ভিআইপি সীমান্ত পারাপারের চেষ্টা করছিলেন। গাড়ীতে বড় দুই লাগেজ ছিলো। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে আসামপাড়া বাজারের বিএনপির স্থানীয় এক নেতা গাড়ীটি নিয়ে লাইভ দেন এবং তিনি গাড়ীর মালিকের খালাতো ভাই রুবেলকেও পরিচয় করিয়ে দেন। গাড়ীটি শায়েস্তাগঞ্জের তার খালাতো ভাই মোশাহিদের বলে দাবী করেন রুবেল। খবর পেয়ে চুনারুঘাট থানার পুলিশ ঘটনাস্থলে এসে রুবেলের সাথে কথা বলেন। তার কথায় গড়মিল থাকায় এবং গাড়ীর কাগজপত্র না থাকায় গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়। একটি সূত্র জানায়, বিআরটিএ এর তথ্যানুযায়ী গাড়িটি সংকল্প ট্রাস্টের নামে রেজিষ্ট্রেশন করা। ২০০৫ সাল পর্যন্ত গাড়ীর রেজিস্ট্রেশন রয়েছে। এছাড়া আর কোন কাগজপত্র নেই। গাড়িটির অবস্থা দেখে মনে হচ্ছে গাড়িটি যে কোন স্থানে দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিলো। তবে কালো রঙের গাড়িটি কেনো কিভাবে সীমান্ত বাজার আসামপাড়ায় এলো, কেনো এলো এর রহস্য এখনো অজানা। চুনারুঘাট থানার ওসি নূর আলম বলেন, গাড়ীর বৈধ কাগজপত্র এখনও পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।
Leave a Reply