চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের এ,জেড,টি কিন্ডারগার্ডেনে পিঠা উৎসব, নবীনবরণ, বনভোজন এবং সালেহা ওয়াহেদ ফাউন্ডেশনের বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী উপজেলার উবাহাটা ইউনিয়নের সিকান্দারপুর গ্রামে কিন্ডারগার্ডেনের উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে আলোচনা সভায় প্রতিষ্ঠানের সভাপতি রিপন তরফদারের সভাপতিত্বে ও পরিচালক এনএম নুরুজ্জামান তরফদার স্বপনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন-জিএস ব্রাদার্সের এন্ড সিএনজি স্টেশনের স্বত্বাধিকারী ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ গাজীউর রহমান, আব্দুর রাজ্জাক মাষ্টার, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, সদস্য খন্দকার রাজিব আহমেদ, অ্যাডভোকেট আরিফ খাঁন, ইউপি সদস্য আব্দুল হামিদ লিলু, ছুরত আলী মাষ্টার, মুতি মিয়া, সায়েদ আকরাম চৌধুরী, মোঃ খেলু মিয়া, ৫নং ইউপি সেক্রেটারী শাহ আলম সহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
Leave a Reply