মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ স্লোগানে হবিগঞ্জ জেলায় ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় বৃন্দাবন সরকারি কলেজ গেইট থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বেবীস্ট্যান্ড হয়ে সদর থানার সামন হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাইফুর রহমান টাউন হলের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে জেলা সভাপতি হোসাইন আহমেদ বলেন, আল্লাহর প্রতি শুকরিয়া যিনি ইসলামী ছাত্র শিবিরকে ফ্যাসিবাদ মুক্ত প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের উপহার দিলেন। জুলাই বিপ্লব ও স্বাধীনতাযুদ্ধের সকল শহীদদের স্মরণ করেন। তিনি ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাশেম আলীকে অন্যায়ভাবে হত্যা করার জন্য খুনী হাসিনাসহ সকল আসামিদের বিচার দাবী করেন। ২০০৯ সালে পিলখানা হত্যাকান্ড ও ২০১৩ সালে ৫ই মে শাপলা চত্বরে হত্যাকান্ডের বিচার দাবী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এটিএম আজহারুল ইসলামকে দ্রুত মুক্তি দেয়ার দাবী করেন। তিনি আরো বলেন, আমরা কারো শত্রু নই, আমরা বন্ধু হতে চাই। আমরা ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠনকে সাথে নিয়ে সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরী করার জন্য ছাত্রদের নিয়ে কাজ করছি।আমরা সবার সহযোগিতা কামনা করি।
ছাত্র শিবিরের জেলা সেক্রেটারি লায়েক আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবির হবিগঞ্জ জেলার সাবেক জেলা সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ ও সাবেক জেলা সভাপতি এডভোকেট নজরুল ইসলাম। সাবেক জেলা সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন মীর জমিলুন্নুবি ফয়সাল, হাফেজ ফোয়াদ হাসান, মাওলানা তারেকুল ইসলাম, আব্দুল হাফিজ ভূইয়া হাফেজ মিজানুর রহমান প্রমুখ।
জেলা শিবিরের প্রশিক্ষণ সম্পাদক সাইদুর রহমান, জেলা শিক্ষা সম্পাদক আবরার হামিদ, বায়তুলমাল সম্পাদক জামিল হুসাইন রাজু, বৃন্দাবন সরকারি কলেজে সভাপতি শাহিনুর রহমানসহ বিভিন্ন থানা সভাপতি ও সেক্রেটারিবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply