আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জের শরিফ উদ্দিন সড়কের বিরাট বাঁশ হাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। উক্ত স্থানে রয়েছে একটি চৌরাস্তার মোড়, যার জন্যই মুলত ঘটে এই দুর্ঘটনা। সম্প্রতি উক্ত স্থানে সড়ক পার হতে গিয়ে ছত্তার মিয়া (৭৫) নামের এক ব্যাক্তির প্রান হানির ঘটনাও ঘটেছে। এই সড়ক দিয়ে চলাচল করে আশপাশ সহ ঢাকা সিলেট চট্টগ্রামগামী দূরপাল্লার যানবাহন।
রাস্তার পাশেই রয়েছে বাঁশ হাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, যে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে আসা যাওয়া করেন স্কুলে, সড়কের পাশেই রয়েছে একটি মহিলা মাদরাসা, মাদরাসাটি রাস্তার পাশে হওয়ায় ঝুঁকিতে রয়েছে ছাত্রছাত্রীরা।
রাস্তার এক পাশ দিয়ে জলসুখা ভায়া বানিয়াচং, অন্য পাশ দিয়ে আজমিরীগঞ্জ, আরেক পাশ দিয়ে গ্রামে প্রবেশের রাস্তা ও অন্য এক পাশ দিয়ে হাওরের রাস্তা।
স্থানীয়দের দাবি এই চৌরাস্তার মোড়ে স্পীড ব্রেকার নির্মান করলে কমবে দুর্ঘটনার প্রবণতা, কয়েকজন এলাকাবাসী জানান এখানে স্পীড ব্রেকার নির্মান খুবই জরুরি, এখানে চার পাশ দিয়ে গাড়ি আসে, তাই দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে সড়ক বিভাগ হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন বলেন সাধারণত স্পীড বেকার নির্মানে আমাদেরকে মন্ত্রণালয় থেকে নিরুৎসাহিত করা হয়, কারন এতে দুর্ঘটনা যেমনি কমায় অন্য দিকে দুর্ঘটনা বাড়ায়, তবুও আমরা বিশেষ প্রয়োজন হলে স্পীড বেকার দেই তার জন্য একটি আবেদনের প্রয়োজন, আবেদন পেলে আমরা লোক পাঠিয়ে যাচাই বাছাই করে তার পর ব্যাবস্থা নিবো।
Leave a Reply