স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে দুই দল শ্রমিকের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েক জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে। আজমিরীগঞ্জ থানার ওসি মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, আজমিরীগঞ্জ উপজেলার বাজারে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে উপজেলার নগর গ্রামের মোশাহিদ মিয়ার সঙ্গে পাশের শিবপাশা গ্রামের আলী নুর মিয়ার মধ্যে বিরোধ রয়েছে। গতকাল রোববার বিকেলে মোশাহিদ মিয়ার লোকজন সিএনজি স্ট্যান্ড দখল করতে চাইলে আলী নুরের লোকজন বাধা প্রদান করে। এ নিয়ে দুপক্ষের শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে অন্তত ২০ জন শ্রমিক আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে। এদিকে সংঘর্ষ থামলেও ঘটনাস্থলে থমথমে অবস্থা বিরাজ করছে। একইসঙ্গে সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। আজমিরীগঞ্জ থানার ওসি মাইদুল ইসলাম জানান, ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Leave a Reply