স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের শিকন্দরপুরে আলহাজ্ব গোলাম আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণির দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়তা ও অনুদান প্রদান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুরে এ উপলক্ষে এক আলোচনা সভা শিকন্দরপুর মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সিলেট এমসি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো: তাজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শচীন্দ্র কলেজের গভংর্নি বডির সভাপতি হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনজুর উদ্দিন আহমেদ, সাবেক অতিরিক্ত সচিব দাবিরুল ইসলাম, প্রফেসর অহিদুর রহমান, শচ্রীন্দ্র ডিগ্রী কলেজের অধ্যক্ষ এএসএম মুনির, নাগুরা ফার্ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, ফতেগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রানা লাল দাশ, শিক্ষার্থী সুজিনা আক্তার, রবিন শীল প্রমুখ। পরে বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের ৭২ জন শিক্ষার্থীর মাঝে নগদ টাকা ও শিক্ষা উপকরন বিতরন করা হয়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে আলহাজ্ব গোলাম আহমেদ ফাউন্ডেশন এলাকার আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রতি বছরই শীতের সময়ে শীতবস্ত্র বিতরন, শিক্ষার্থীদের সহায়তা, ঈদের সময়ে গরিব অসহায়দের মাঝে মাংস বিতরনসহ নানা কর্মকান্ড করে যাচ্ছে। তাদের এ কর্মকান্ড অব্যাহত রাখতে সকলের প্রতি সহযোগিতার আহ্বান জানান
Leave a Reply