বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন

নবীগঞ্জ উপজেলা স্কুলকে আদর্শ প্রতিষ্টানে গড়ে তোলা হবে-ইউএনও

নবীগঞ্জ উপজেলা স্কুলকে আদর্শ প্রতিষ্টানে গড়ে তোলা হবে-ইউএনও

?

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা স্কুলের আয়োজনে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরন ও আলোচনা সভা গতকাল সোমবার সকাল সাড়ে ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের অধ্যক্ষ কাঞ্চন বনিকের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক জামিল আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জের নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রুহুল আমিন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হোক মনি,বিদ্যালয়ের উপাধ্যক্ষ ইউএনও পত্নী মেহেরোজ রেজওয়ানা অন্যন্যা,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ আলম,উপজেলা পজীপ কর্মকর্তা শাকিল আহমদ।এতে অভিভাবক প্রতিনিধি হিসাবে বক্তব্য রাখেন,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল। সভার শুরুতে কোরআন তেলওয়াত করে শিক্ষার্থী আদিল আহনাফ আবদুল্লাহ, গীতা পাঠ করে শিক্ষার্থী তনুশ্রী পাল প্রাচী। অনুষ্টানে, সংগীত,নৃত্য,কবিতা,চিত্রাংকন বিভাগের দুটি গ্রুপে ১ম,২য়,৩য় স্থান অর্জনকারী বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুহুল আমিন বলেন,নবীগঞ্জ উপজেলা স্কুলকে একটি আদর্শ প্রতিষ্টানে গড়ে তোলা হবে। বিদ্যালয়ে শিক্ষার সুন্দর ও সুষ্ট পরিবেশ সমুন্নত রাখতে ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের অভিভাবকসহ সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুমা চক্রবর্ত্তী,রুমা বেগম,সুমি আক্তার, রেহা আক্তার,সুমা সরকারসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com