চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ছয়শ্রী গ্রামের টেলিযোগাযোগ (টিএনটির) অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আব্দুর রব (৭২) এর ক্রয়কৃত সম্পত্তি বাড়ি, ২টা পুকুর ও রাস্তা সহ অন্যান্য জমি জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে। ওই জমিগুলো দখল করে মুরগী ফার্ম, মাটি ভরাট করে বাউন্ডারি ও বাথরুম করে জোরপূর্বক দখলে নিয়ে যায় দখলবাজরা। বর্তমানে ভুক্তভোগী পরিবারের সদস্যদের নামে থানা ও হবিগঞ্জ আদালতে সাত ধারা, ডাকাতি, ১৪৪ ধারায় মামলা করে হয়রানি করার অভিযোগ। অভিযোগ থেকে জানা যায়, আব্দুর রব সরকারি চাকুরি করার সুবাদে দেশের বিভিন্ন প্রান্তে চাকুরী করতেন। এই সুবাধে তার বড় বোনের জামাতা ওয়াছউল্লাহ ও তার স্ত্রী দুলালী বেগমের নিকট সকল সম্পত্তির কাগজপত্র, টাকা পয়সা সব আমানত রাখতেন। বিগত ২০০২ সালে আব্দুর রব তার বোন ও তার জামাতার কাছে সম্পত্তির কাগজ ও টাকা চাইলে উল্টো ক্ষেপে যান তারা। এমন কি মারধর করার জন্য হুমকি ধামকি দেয়া হয়। এরপর থেকে শুরু জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এনিয়ে একাধিকবার শালিস বৈঠক হয়। কিন্তু সমস্যার সমাধান হয়নি। পরে ভুক্তভোগী আব্দুর রব দীর্ঘদিন জমি উদ্ধার না করতে পেরে গত বছরের ১২ সেপ্টেম্বর হবিগঞ্জের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। ভুক্তভোগীর জন্য কাল হয় মামলা দায়েরের পর থেকে একে একে ডাকাতি, ৭ ধারা ও ১৪৪ ধারায় মামলা দায়ের করে তারই বড় ভাইর ছেলে ভাতিজা আব্দুল কাদির ও আব্দুল জলিল। ছয়শ্রী গ্রামের আব্দুল জলিল ও আব্দুল কাদির মিলে ৪ টি মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে। বর্তমানে বৃদ্ধ বয়সে আব্দুর রব ও তার পরিবারের সদস্য মিথ্যা মামলার হাজিরা দিতে প্রতি মাসে হবিগঞ্জ আদালতে আসতে হয়। মূলত ওয়াছউল্লাহ ও তার স্ত্রী দুলালী গংদের পরোচনায় সম্পত্তি দখলের জন্য পায়তারা করে আসছে ১৫ বছর যাবত। বৃদ্ধ আব্দুর রব বিশ্বাস করে সকল সম্পত্তি তাদের সব কিছু দেখানো শোনার জন্য দেন। কিন্তু তারা জমি মূল দলিল তাদের কাছে থাকায় দেই দিচ্ছি বলে পায়তারা চালিয়ে যাচ্ছে। অবসরপ্রাপ্ত বৃদ্ধ আব্দুর রব প্রশাসনের নিকট সুবিচার প্রার্থী।
Leave a Reply