রবিবার, ১৮ মে ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন

দ্রুত সংস্কার কাজ শেষ করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে ॥ ডা. সাখাওয়াত হাসান জীবন

দ্রুত সংস্কার কাজ শেষ করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে ॥ ডা. সাখাওয়াত হাসান জীবন

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা.সাখাওয়াত হাসান জীবন বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ ও আইন শৃংখলার উন্নতি ঘটাতে হবে। ব্যবসায়ী সিন্ডিকেট ভাংতে হবে। কোনো অবস্থাতেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নয়। এ ক্ষেত্রে দ্রুত সংস্কার কাজ শেষ করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানিয়েছেন তিনি। গতকাল শনিবার বিকাল ৪টায় ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ৩নং ইউনিয়ন বিএনপির উদ্যোগে দ্রুব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, আইন শৃংখলা উন্নতি, পতিত স্বৈরাচারের দোসরদের বিচার, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য ও নির্বাচনী রোডম্যাপের দাবিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমি বিগত সরকারের আমলে বিনা দোষে ১৪টি মামলার আসামী হয়েছি। জেল খেটেছি। ১৯ জুলাই এর পর আমাদের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে আওয়ামীলীগের নেতা কর্মীরা গিয়ে পুলিশ লেলিয়ে দিয়েছিল। বাড়ি-ঘর ভাংচুর করেছে। বিএনপি সেই কাজ করেনি এবং করবেও না। ৯ হত্যা মামলাসহ অন্যান্য মামলায় যে ক’জন নিরপরাধ ব্যক্তি আসামী হয়েছেন তাদের ব্যাপারে আমরা সচেষ্ট আছি। আশাকরি তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বাদ পড়বে।
৩নং ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ছামির আলীর সভাপতিত্বে ও উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক শেখ সোহেল আহমেদ এর সঞ্চালণায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মস্তোফা আল হাদী, সাবেক সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জাহির হোসেন, ৪নং ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ আমজাল হোসেন, উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াহিদুল মুরাদ, উপজেলা জাসাস সভাপতি আরশাদ ফজলে খোদা লিটন ও তাতীদল সভাপতি মওদুদ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা এম শফিউর রহমান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com