মাধবপুর প্রতিনিধি ॥ ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’-এই প্রতিপাদ্যেকে সামনে রেখে মাধবপুরে জাতীয় ভোটার দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। গতকাল রোববার সকালে মাধবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয় । পরে উপজেলা কনফারেন্স রুমে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম, উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ ইমরুল হাসান,উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.আবু লায়েশ দুলাল , উপজেলা প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম, চেয়ারম্যান মাহবুর রহমান সোহাগ, মাধবপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলমগীর কবিরসহ আরো অনেকে।
Leave a Reply