স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের বিভিন্ন এলাকার রাস্তার দুই পাশে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট। এর ফলে যানজট সৃষ্টি হচ্ছে। এমনকি এসব দোকানপাটে অবৈধ বিদ্যুত সংযোগও রয়েছে। অভিযোগ আছে, একটি প্রভাবশালী মহল প্রতিটি দোকান থেকে দৈনিক ১শ-২শ টাকা ভাড়া নিয়ে থাকে। এদিকে যানজট সৃষ্টির কারণে সাধারণ মানুষ সময় মতো গন্তব্যে যেতে পারছেন না। এতে করে কাজকর্মে ব্যাঘাত ঘটছে। সরেজমিনে দেখা যায়, স্টেশন থেকে শুরু করে দাউদনগর রেল গেইট পর্যন্ত এবং বাল্লা গেইট পর্যন্ত দুইপাশে শতাধিক বিভিন্ন ধরণের দোকানপাট রয়েছে। যার ফলে সড়কে টমটম, অটোরিক্সা সহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন থাকে সারাক্ষণ। এ কারণে ওই সড়কে ভয়াবহ যানজট সৃষ্টি হয়। এতে করে স্কুল-কলেজ-অফিসগামী লোকজন সময় মতো গন্তব্যে যেতে পারেন না। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী মানুষ।
Leave a Reply