নিজস্ব প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার তিতারকোনা গ্রামে প্রভাবশালীদের হামলায় স্কুল ছাত্রী সহ একই পরিবারের ৪ জন আহত হয়েছে। হামলাকারীরা নিরীহ কাছুম আলীর ঘরে বেআইনিভাবে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের মারপিট ও ব্যাপক ভাংচুর করে তাণ্ডবলীলা চালায়। একপর্যায়ে নিরীহ কাছুম আলীর স্কুল পড়ুয়া কিশোরীকে ঘর থেকে তুলে নিয়ে নির্যাতন করা হয়। এ সময় তাকে রক্ষা করতে পিতামাতা এগিয়ে আসলে তাদের বেধরক মারপিট করে। এতে তিতারকোনা এলাকার দিনমুজুর কাছুম আলী(৫০) ও তার স্ত্রী আফিয়া খাতুন(৪০), মেয়ে রাকিবা(১৬), ছেলে জীবন(১৪) আহত হন । হামলাকারীরা তাদরকে মারপিট করে ঘরে অবরুদ্ধ করে রাখে। পরে জরুরী সেবা ৯৯৯ এ কল করে সহায়তা চাওয়া হয়। একপর্যায়ে তাদের শোরচিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করলে সন্ধ্যার হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় শনিবার (৮ মার্চ) দুপুরে বাহুবল মডেল থানার ইন্সপেক্টর( তদন্ত) নুর মোহাম্মদ ঘটনারস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ঘটনাটি খুবই দু:খজনক, তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।
Leave a Reply