স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাধারন সদস্য হিসাবে নূরুল হাসান তপু শপথ নিয়েছেন। গতকাল সোমবার সকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ জাহেদ বিন কাশেম এ শপথ বাক্য পাঠ করান। উল্লেখ্য যে ২০২২ সালের ৫ জানুয়ারী অনুষ্টিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে অংশগ্রহন করেন নুরুল হাসান তপু। ওই নির্বাচনে ১ ভোটে তাকে পরাজিত দেখিয়ে প্রতিদ্বন্ধি প্রার্থী ইসলাম উদ্দিনকে বিজয়ী ঘোষণা করা হয়। পরবর্তীতে নুরুল হাসান তপু ভোট পুণর্গণনার আবেদন জানিয়ে হবিগঞ্জ নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেন। বিচারিক প্রক্রিয়ার পর আদালত পুণর্গণনার আদেশ দিলে ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর উভয়পক্ষের উপস্থিতিতে ভোট পুণর্গণনা করা হয়। এতে নুরুল হাসান তপুকে ৫৩৩ ভোটে বিজয়ী ঘোষনা করেন এবং প্রতিদ্বন্ধি প্রার্থী ইসলাম উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আজহারুল ইসলাম, দায়িত্ব প্রাপ্ত প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসার এবং রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফখরুদ্দিনকে ভোট কারচুপির সঙ্গে জড়িত হিসেবে চিহ্নিত করা হয়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন সচিবকে নির্দেশ দেওয়া হয়।
Leave a Reply