বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন

হবিগঞ্জে বিশ্ব যক্ষা দিবস পালন

হবিগঞ্জে বিশ্ব যক্ষা দিবস পালন

স্টাফ রিপোর্টা ॥ ‘প্রতিশ্রুতি, বিনিয়োগ ও সেবাদান দ্বারা সম্ভব হবে যক্ষামুক্ত বাংলাদেশ গড়া’ এই প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জে বিশ্ব যক্ষা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এক র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস। এ সময় বক্তারা বলেন, ২০২৪ সালে বিভাগ অনুযায়ী শনাক্তকৃত যক্ষা রোগীর সংখ্যায় দেখা যায় সিলেট বিভাগ ৬ষষ্ঠ অবস্থানে রয়েছে। এছাড়া সারা দেশে ২০২৩ সালে শিশু যক্ষা রোগীর সংখ্যা ছিল ৪.৪ শতাংশ, কিন্তু ২০২৪ সালে তা বেড়ে ৫.২ শতাংশ হয়েছে। তাই যক্ষা রোগী, মৃত্যু এবং সংক্রমণের হার এমন পর্যায়ে কমিয়ে আনা দরকার, যাতে যক্ষা একটি জনস্বাস্থ্য সমস্যা হিসেবে বিবেচিত না হয়। আর এজন্য মাঠ পর্যায়ে সচেতনতা, সমাজিক আন্দোলন ও সময়মতো রোগী শনাক্ত করে চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুখলেছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, মেডিকেল অফিসার ডা. শরীফ মো. সানজিদ জামান, নাটাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, হীড বাংলাদেশের জেলা সুপারভাইজার দানিয়াল বৈরাগী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কলিম উল্লাহ শিকদার।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com