শনিবার, ১৭ মে ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কাকাইলছেও- রসুলপুর সড়ক বর্ষা মৌসুমে  চলাচলে চরম দুর্ভোগ মালয়েশিয়ায় আজমিরীগঞ্জের প্রবাসী মহিবুরের মৃত্যু শোকার্ত পরিবার সাবেক এমপি মজিদ খানের পুকুরপাড়ে বজ্রনিরোধক যন্ত্র শেখ হাসিনা ও মাহবুব আলীসহ ৫ জনের বিরোদ্ধে মামলার প্রস্তুতি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ হবিগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে পুলিশের ভুমিকা মাধবপুরে ৫২ মাদক কারবারি গ্রেফতার॥ মূলহোতারা এখনো ধরা ছোঁয়ার বাইরে মাধবপুরের আজহার কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ হবিগঞ্জে সরকারী কলেজ শিক্ষকদের মতবিনিময় সভা জেলা কমিটি গঠন মাদক, বাল্য বিবাহ ও ইন্টানেটে আসক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ
ঈদের দিন ঘুরতে বের হয়ে দুর্ঘটনায় আহত তিন বাইক আরোহী

ঈদের দিন ঘুরতে বের হয়ে দুর্ঘটনায় আহত তিন বাইক আরোহী

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩১ মার্চ) ঈদের দিন সন্ধ্যায় উপজেলার সুরমা চা বাগানের ভেতরে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান। আহত হলেন- জেলার বাহুবল উপজেলার ডুবারায় গ্রামের রাজু মিয়া (৩৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার সাতবর্গ গ্রামের নয়ন দাস (৩১) ও একই গ্রামের বলরাম দাস (৩৫)। ওসি বলেন, রাজু, নয়ন ও বলরাম একটি মোটরসাইকেলে করে চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যান এলাকা থেকে মাধবপুরের তেলিয়াপাড়া চা বাগানে যা”িছলেন। সুরমা চা বাগানে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিন আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে মাধবপুর থানা পুলিশ ঘটনা¯’লে গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে পাঠান। সেখান থেকে রাজুকে ঢাকায় ও অন্য দুইজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জেলা গোয়েন্দা সূত্র জানায়, মোটরসাইকেল আরোহীরা ঈদের দিনে ঘুরতে গিয়েছিলেন। চালক বেপরোয়া গতিতে চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার করে মাধবপুর থানায় নেওয়া হয়েছে। আহতদের মধ্যে রাজুর অব¯’া আশঙ্কাজনক তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com