স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলায় তরুন প্রজন্মেকে কাজে লাগানোর লক্ষ্যে আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষা গ্রহনের জন্য টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত গ্রহন করেছে যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট।গত ৮ এপ্রিল লেস্টার শহরের একটি হলরুমে যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টি ইউকের উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্টির সভাপতি শামীম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসেন আহমদের পরিচালনায় সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম।
উক্ত সভায় দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে নবীগঞ্জ উপজেলায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্টা করণে এবং যথা শ্রীঘ্রই নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের উদ্যোগ নেয়া হবে।
সভায় প্রারম্ভিক আলোচনায় ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি কমিউনিটি নেতা লেখক আবুল কালাম আজাদ ছোটন, ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ইয়াকুব, গোলাম মোস্তফা চৌধুরী, শাহ আবিদ আলী, হাজী আব্দাল উদ্দিন, গোলাম মোস্তফা, হাজী আনোয়ার মিয়া, আব্দুল জব্বার, মোছা: আলতা বিবি, মালিকজান বিবি, হাজী আলতাব উদ্দিন, মোঃ খসরু মিয়া সহ যারা আমাদের মধ্যে আর নেই,তাদের রুহের মাগফেরাত ও প্রয়াতদের জান্নাতবাসী করার জন্য মহান আল্লাহ পাকের নিকট মোনাজাত করেন।
ট্রাস্টের সভাপতি শামীম মিয়া সহ উপস্থিত সবাই বলেন, আজ থেকে ২৫ বছর পূর্বে এ ঐতিহাসিক লেস্টারে যুক্তরাজ্যে নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট যাত্রা শুরু করেছিল। এবং ইতিমধ্যে সংগঠনের উদ্যোগে নবীগঞ্জে ১০টি প্রতিষ্ঠানে মেধা তালিকা বৃত্তিক ১ কোটি টাকা বিতরণ করা হয়েছে উপজেলার আউশকান্দিসহ বিভিন্ন বিদ্যালয়ে।
Leave a Reply