স্টাফ রিপোর্টার ॥ বর্ডার গার্ড অব বাংলাদেশের হবিগঞ্জ ব্যাটালিয়ন ১২ঘণ্টার অভিযানে প্রায় দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, ২৪ বোতল মদ, ‘বিটেক্স গোল্ড’ ভিটামিন, মশার কয়েল আর একটি বালুভর্তি ট্রাক। গত বুধবার রাত সাড়ে ১১টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুধবার সকাল সাড়ে সাতটায় মাধবপুরের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে গোপন খবর পেয়ে ৫৫ বিজিবির বিশেষ টহলদল ওঁৎ পেতে ছিল। এ সময় ঢাকা-সিলেট মহাসড়ক ধরে আসা বালুভর্তি ট্রাকটিকে সিগন্যাল দেয়া মাত্র চালক ২০০ গজ আগেই লাফ দিয়ে পালিয়ে যায়। বালুর স্তর খুঁড়ে বেরিয়ে আসে ভারতীয় কসমেটিকস, জিলেট ব্লেড আর চশমার বস্তা। যার মোট মূল্য প্রায় ১কোটি ২৭লাখ টাকা। একইদিন সকালেই গুটিবাড়ী, বাল্লা ও মনতলা সীমান্তে তিন দফা অভিযান চালানো হয়। বিজিবির টহল দেখা মাত্র চোরাকারবারীরা পণ্য ফেলে ছুটে পালায়। মাঠে পড়ে থাকে ২৪বোতল ভারতীয় চোলাই, চার লাখ টাকার কাছাকাছি ‘বিটেক্স গোল্ড’ ভিটামিন আর বাংলাদেশি মশার কয়েলের স্তুপ। সব মিলিয়ে হিসাব দাঁড়ায় ১ কোটি ৩১ লাখ ৮৮ হাজার ২০ টাকা। জব্দ পণ্য ও ট্রাক থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে; অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে শ্রীমঙ্গল, চুনারুঘাট ও মাধবপুরে একাধিক মামলা নেওয়া হয়েছে। ৫৫বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, সীমান্তের নিরাপত্তা আর মাদকমুক্ত সমাজই তাদের প্রধান লক্ষ্য। চোরাচালানবিরোধী কঠোর অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply