চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে জালিয়াতির আশ্রয় নিয়ে দলিল সৃজন করে নামজারির আবেদনের মাধ্যমে সরকারি সম্পত্তি আত্মসাত করার অভিযোগে মোঃ আব্দুল কাদির (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চুনারুঘাট উপজেলার পশ্চিম পাকুরিয়া গ্রামের মৃত আব্দুল রহমানের ছেলে। এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুর আলম জানান-গ্রেপ্তারকৃত আসামীকে দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে। এর আগে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে উপজেলার মিরাশী ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ সেলিম মিয়া বাদী হয়ে থানায় মামলা করেন। এ মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে মোঃ আব্দুল কাদিরকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলার বাকী দুই আসামী মোঃ মুখলেছ মিয়া ও মোছাঃ করিমুন্নেছাকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
Leave a Reply