স্টাফ রিপোর্টার ॥ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধিজনের সাথে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. ফরিদুর রহমানের সভাপতিত্বে ও শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাসের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সিলেট বিভাগীয় কমিশনার খান রেজা-উন-নবী। আরও বক্তব্য দেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) , শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতন, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের, উপজেলা জামায়াতের আমির অলিউল্লাহ জহির, নূরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল করিম, শায়েস্তাগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সহিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অদিতি রায়, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম মাহমুদুল হক, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আল আমিন, উপজেলা সাংবাদিক ফোরাম সভাপতি মিজানুর রহমান সুমন প্রমুখ।
Leave a Reply