নিজস্ব প্রতিনিধি ॥ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। সেই অনুষ্ঠানে দেখা যায় জেলা আওয়ামী লীগের নেতাকে। পতিত ফ্যাসিস্ট দলের নেতাকে উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে দেখা যাওয়া নিয়ে শুরু হয়েছে সমালোচনা। উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে থাকা ওই আওয়ামী নেতার নাম আব্দুল কাদির চৌধুরী। তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি পদে রয়েছেন। জানা গেছে, মে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করেন ইউএনও মো. গিয়াস উদ্দীন। সেই অনুষ্ঠানে যোগ দেন আব্দুল কাদির চৌধুরী। এমনকি র্যালিতে ইউএনওর ব্যানারের কাছেই দাঁড়িয়ে ছিলেন তিনি।
ইউএনওর সঙ্গে আওয়ামী নেতার ওই অনুষ্ঠানের ছবি ইতিমধ্যে সোশ্যাল প্ল্যাটফর্ম ফেইসবুকে ভাইরাল হয়েছে। ছবিটি নিয়ে শুরু হয়েছে সমালোচনা। কীভাবে প্রশাসনের অনুষ্ঠানে আওয়ামী নেতা উপস্থিত হয় সে নিয়েও উঠছে প্রশ্ন। বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমদ তুষার বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। গণহত্যাকারী দলের জেলা পর্যায়ের নেতাকে নিয়ে সরকারি পোগ্রাম করাটা আমরা মেনে নিতে পারছি না। উপজেলা জামায়াতের সেক্রেটারী হাবিবুর রহমান বলেন, ইউএনও যে কাজটা করলেন সেটা সঠিক হয়নি। তিনি হয়তো আওয়ামী লীগকে ফেরাতে চাচ্ছেন। ইউএনও গিয়াস উদ্দিন বলেন, আমি এখানে এসেছি তিন থেকে চার মাস আগে। সবাইকে আমি চিনি না। এমনকি ওই আওয়ামী লীগের নেতাকে চিনি না। তাকে প্রশাসনের অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার প্রশ্নই উঠে না। লুঙ্গি পরিধান করে শ্রমিক সেজে তিনি অনুষ্ঠানে যোগ দেন।
Leave a Reply