শুক্রবার, ১১ Jul ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন

মাদক, বাল্য বিবাহ ও ইন্টানেটে আসক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

মাদক, বাল্য বিবাহ ও ইন্টানেটে আসক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

নিজস্ব প্রতিনিধি ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদক, কিশোর অপরাধ দমন এবং ইন্টারনেট গেম নিয়ন্ত্রণে শপথ নিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার (১৫ মে) মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন লাল-সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে নিরাপদ ইন্টারনেট, সচেতনতা ও সমাজের দায়বদ্ধতা শীর্ষক মতবিনিময় সভা ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীরা মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন খান ও লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি কাওসার আলম সোহেল। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের দেবিদ্বার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রাগীব মাহতাব, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বিন জামাল, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ফরহাদ সরকার। শিক্ষার্থীদের মাদক, ইভটিজিং ও কিশোর অপরাধ থেকে দূরে রাখতে শপথ পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি। লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কাওসার আলম সোহেল বলেন, সংগঠনটির ৫ সদস্যের একটি প্রতিনিধি দল সিলেট বিভাগীয় সফরে রয়েছেন। তারা সুনামগঞ্জ, সিলেট কার্যক্রম শেষ করে শ্রীমঙ্গল ও হবিগঞ্জে কর্মসূচি পালন করবেন। সংগঠনটির সকল সদস্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা গত ১৪ বছর তাদের টিফিনের টাকা বাঁচিয়ে সারা দেশে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধ ও সবুজায়নে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com