বুধবার, ০৯ Jul ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন

হবিগঞ্জে ২২ বছর পর হত্যা চেষ্টা মামলার রায়ে ৮ জনই খালাস

হবিগঞ্জে ২২ বছর পর হত্যা চেষ্টা মামলার রায়ে ৮ জনই খালাস

 

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক জনকণ্ঠের হবিগঞ্জ জেলা প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিনের দায়ের করা হত্যা চেষ্টা মামলায় দীর্ঘ ২২ বছর পর ৮ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। গতকাল বুধবার হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন। ২০০৩ সালে দায়ের করা এ মামলার নম্বর ছিল জিআর ১০৩/২০০৩। মামলার আসামিদের মধ্যে ছিলেন হবিগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মীর নুরুন্নবী উজ্জ্বল, দৈনিক নয়া দিগন্তের হবিগঞ্জ প্রতিনিধি ও জেলা বারের সদস্য এম এ মজিদ, মীর জমিলুন্নবী ফয়সল, কামরুজ্জামান খালেদ, মাওলানা তাসলিম আলম, আমজাদ হোসেন মনি, কামরুল হাসান চৌধুরী রনি ও আরও একজন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট রহমতে এলাহী এবং রাষ্ট্রপক্ষে দায়িত্বে ছিলেন এপিপি ফাতেমা ইয়াসমিন। রায় ঘোষণার পর খালাস প্রাপ্তরা প্রতিক্রিয়ায় বলেন, “এটি ছিল সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা। দীর্ঘ ২২ বছর ধরে আমরা হয়রানি ও মানসিক যন্ত্রণা ভোগ করেছি। অবশেষে আদালতের রায়ে ন্যায়বিচার পেয়েছি, এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।” তারা আরও অভিযোগ করেন, মামলার বাদী সাংবাদিক রফিকুল হাসান তুহিন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে শান্তিপ্রিয় মানুষদের হয়রানি করার চেষ্টা করেছিলেন। অবশেষে আদালতের রায়ে সত্যের জয় হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com