মাধবপুর প্রতিনিধি ॥ জীবনের শেষদিন পর্যন্ত আপনাদের পাশে থাকতে চাই। তেলিয়াপাড়া থেকে মনতলা পর্যন্ত এই এলাকার লোকজন সবদিক থেকে অবহেলিত। আমাদের বড় ভাই সাবেক মন্ত্রী সৈয়দ মোঃ,কায়সার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারের আমলে শাহপুর রেলষ্টেশন উদ্বোধন করেছিলেন। আর এই রেল ষ্টেশনকে ঘিরে শাহপুরে হাট বাজার গড়ে উঠেছে। হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক সৈয়দ মোঃ ফয়সল গতকাল বৃহস্পতিবার বিকেলে শাহজাহানপুর ইউনিয়নের শাহপুর বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন,এলাকার উন্নয়নে ও জনগনের সুখ শান্তি সমৃদ্ধির জন্য আমরা সব সময় কাজ করছি। আপনাদের পাশে থাকলে নিজেকে যুবক অনুভব করি। উপজেলা বিএনপির সহ সভাপতি শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন,মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, ফরাস উদ্দিন বাবু সহ স্থানীয় নেতৃবৃন্দ।
Leave a Reply