রবিবার, ১৩ Jul ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘কৃষি, জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য বিষয়ক সেমিনার

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘কৃষি, জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য বিষয়ক সেমিনার

 

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘কৃষি, জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য বিষয়ক প্রথম বার্ষিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের আয়োজনে গতকাল শনিবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত এই সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। উদ্বোধনী পর্বে হর্টিকালচার বিভাগের প্রভাষক ড. জাকারিয়া চৌধুরী অনিকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের পরিচালক ড. অরুণ চন্দ্র বর্মণ। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ড. মাছুমা হাবিব বলেন, ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রথম বার্ষিক বৈজ্ঞানিক সেমিনার সফলভাবে আয়োজন করায় আমি আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের দেশের কৃষি, প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে হলে বৈজ্ঞানিক গবেষণা, যথাযথ নীতিমালা ও স্থানীয় সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা অপরিহার্য। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য হিসেবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, ইউজিসি গবেষণা, উদ্ভাবন ও ফলভিত্তিক শিক্ষার বিকাশে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ’। উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ বলেন, ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণা ব্যবস্থার প্রথম বৈজ্ঞানিক সেমিনার আয়োজন একটি মাইলফলক, যা আমাদের কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্য গবেষণায় টেকসই উন্নয়ন এবং জ্ঞান বিকাশের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমি দৃঢভাবে বিশ্বাস করি’। অনুষ্ঠানে ‘খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন প্রশমন ও হবিগঞ্জ জেলায় জীববৈচিত্র্য সংরক্ষণ: একটি দশ বছরের রোডম্যাপ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নটরডেম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবেদ চৌধুরী। সেমিনারে দু’টি বৈজ্ঞানিক অধিবেশন ও একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে হকৃবির ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ আবুবকর সিদ্দিকের মডারেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মৌলভীবাজার আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল। এই অধিবেশনে ৭ টি গবেষণার ফলাফল উপস্থিত হয়। দ্বিতীয় অধিবেশনে হকৃবির উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আমিনুল ইসলামের মডারেশনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ফারুক মিয়া সভাপতিত্ব করেন। এই অধিবেশনে ৫ টি গবেষণার ফলাফল উপস্থাপিত হয়। ‘কৃষিতে বিভিন্ন বিষয়ের সমন্বিত সহযোগিতা’ শীর্ষক প্যানেল আলোচনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ শওকত আলী ও মডারেশন করেন হকৃবির হাওর ও পাহাড়ী কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ড. জান্নাত সোপান। প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট হবিগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হিরেন্দ্র নাথ বর্মণ ও হবিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ ওয়াহিদুর রহমান। সমাপনী অনুষ্ঠানে কৃষি যান্ত্রিকীকরণ বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব ও প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। ধন্যবাদ জ্ঞাপন করেন রিসার্চ সিস্টেমের পরিচালক ড. অরুণ চন্দ্র বর্মণ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com