বুধবার, ০৯ Jul ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন

বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে যানবাহনে ডাকাতি পুলিশের গাড়িতেও হামলা

বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে যানবাহনে ডাকাতি পুলিশের গাড়িতেও হামলা

 

মখলিছ মিয়া,বানিয়াচং থেকে ॥ হবিগঞ্জের বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে পুলিশের গাড়ি ব্যারিকেড দিয়ে ডাকাতি হয়েছে। ডাকাতিকালে যাত্রীর গাড়ি ভেবে পুলিশের গাড়ি ব্যারিকেড দিয়ে আটক করে হামলা চালিয়েছে একদল ডাকাত। এসময় ডাকাতদল ৩/৪টি গাড়ি ডাকাতি করে নেয়। এদিকে পুলিশ গাড়ি থেকে নামলে ডাকাতরা পালিয়ে যায় বলে দাবি পুলিশের। ঘটনাটি ঘটেছে ২৪ মে শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে । হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের শরীফ উদ্দিন সড়কের কুন্ডরপাড় ব্রীজ পেরিয়ে আইনজইন নামক স্থানে। ডাকাতের কবলে পড়া দু’টি মিনি ট্রাক ও একটি প্রাইভেট কার সহ ৩/৪টি গাড়ির চালক ও যাত্রীদের মারপিট করে তাদের কাছ থেকে মোবাইল ফোন,নগদ টাকা সহ দেড় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় ডাকাতদল। ডাকাতদলের প্রহারে আহত এক চালক ও পুলিশের কাছ থেকে জানা যায়, গত শনিবার রাত ১টার দিকে উল্লেখিত স্থানে ১৫/১৬ জনের একদল ডাকাত সড়কে বৈদ্যতিক খুঁটি ফেলে তাদের গতিরোধ করে এবং এসময় বেশ কয়েকটি গাড়ি আটকিয়ে ডাকাতি সংঘটিত করেছিলো একদল ডাকাত। এমন সংবাদ পেয়ে ডিউটিরত কয়েকজন পুলিশ সিএনজি চালিত অটোরিকশা যোগে সেখানে গেলে ডাকাতরা যাত্রী ভেবে তাদের গাড়িটিও আটক করে হামলা চালায়। এক পর্যায়ে পুলিশ গাড়ি থেকে নামলে ডাকাতরা পালিয়ে যায় বলে পুলিশ জানায়। খবর পেয়ে হবিগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ সুপার রাতেই ঘটনাস্থলে পৌছেন এবং বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। তবে ২৫ মে (রবিবার)দুপুর ৩টা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং আজমিরীগঞ্জ সার্কেল) প্রবাস কুমার সিংহ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,ডাকাতরা পুলিশের গাড়িটি যাত্রীর গাড়ি ভেবে হামলা করেছে। তবে কোনো পুলিশ আহত হয়নি। পুলিশ গাড়ি থেকে নেমে ধাওয়া দিলে ডাকাতরা পালিয়ে যায়। তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে রাত থেকে তিনি সহ তাদের পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। সম্প্রতি বানিয়াচং-আজমিরীগঞ্জ রোডসহ বিভিন্ন এলাকায় চুরি ডাকাতি বৃদ্ধি পাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com