নিজস্ব প্রতিনিধি ॥ চুনারুঘাটে ফুটবল খেলা দেখতে গিয়ে হারিয়ে যাওয়া ৮ বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় তাকে উদ্ধার করে তার পিতামাতার কাছে ফিরিয়ে দেওয়া হয়। শিশুটির নাম রোহান মিয়া। তার বাবা আলী হোসেন ও মা বিপাশা খাতুন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় ইটভাটায় কাজ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার ফার্নিচার ব্যবসায়ী মোশারফ হোসেনের বাড়িতে গত ১৩ জুন রোহান বেড়াতে আসে। পরে গত ১৮ জুন উপজেলা পরিষদ মাঠে খেলা দেখতে গিয়ে হারিয়ে যায় সে। এ ঘটনায় মোশারফের পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারণা চালায় পুলিশ। একপর্যায়ে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে গেলে রোহানের পিতামাতা ও মোশারফ সেখানে যান। পরে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। হারিয়ে যাওয়া শিশুটিকে উদ্ধারের পর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম।
Leave a Reply