বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলায় সেনা অভিযানে জুয়ার আসর থেকে ৭ জন জুয়াড়িকে আটক করেছে সেনাবাহিনী। গত সোমবার রাত ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ¯’ানীয় মো. মান্নান মিয়ার বাসায় জুয়ার আসর বসানো অব¯’ায় ৭ জনকে হাতেনাতে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল বলে জানা গেছে। অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে নগদ ১১ হাজার ২৭০ টাকা, ৬টি বাটন মোবাইল ফোন, ১টি স্মার্টফোন, ১টি মোটরসাইকেল ও ১০ প্যাকেট তাস। গ্রেফতারকৃতরা হলেন আজমিরীগঞ্জ উপজেলার ৫নং শিবপাশা ইউপি’র অন্তর্গত পশ্চিমভাগ গ্রামের বদর উদ্দিনের পুত্র মো. আফুজ মিয়া (৫২), আব্দুল শফিকের পুত্র মুতাব্বির মিয়া (৫০), মো. আলম উল্লার পুত্র আলী হায়দার (৭২) যাত্রাপাশা গ্রামের আব্দুল আলীর পুত্র নবীউল (৫৩), সঞ্জব আলীর পুত্র সুমন মিয়া (৪৫), আজগর আলীর পুত্র মহন মিয়া (৩৫), মিয়াখানী গ্রামের মৃত আলতাব মিয়ার পুত্র আশিক মিয়া (৫০)। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা তথ্যটি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বানিয়াচং থানায় ডিউটি অফিসার এসআই জিয়ার কাছে হস্তান্তরের পর বিজ্ঞ আদালতে বিচারার্থে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply