স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার টাউন মডেল পুকুর পাড়ে গাইডওয়াল ও ওয়াকওয়ে নির্মাণ কাজ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ওয়াকওয়ে নির্মাণ কাজ উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান। জেলা প্রশাসক কাজের মান বজায় রাখতে এবং যথাযথ ভাবে নির্মান কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসকও হবিগঞ্জের অতিরিক্ত জেলাপ্রশাসক(সার্বিক) মো:মঈনুলহক, হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী ও নির্বাহী প্রকৌশলী মো: তারিকুল ইসলাম। হবিগঞ্জ পৌরসভা বার্ষিক উন্নয়ন কর্মসূচী, এডিপি‘র বিশেষ বরাদ্দের আওতায় এ প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পের আওতায় টাউন মডেল পুকুরের চারপাড়ে গাইডওয়াল ও ওয়াকওয়ে নির্মিত হবে। এ কাজ বাস্তবায়ন করতে ব্যয় হবে প্রায় ৪৭ লক্ষ টাকা।
Leave a Reply