শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন

এবার আর হাসিনা স্টাইলে দিনের ভোট রাতে হবে না – এস এম ফয়সল

এবার আর হাসিনা স্টাইলে দিনের ভোট রাতে হবে না – এস এম ফয়সল

মাধবপুর প্রতিনিধি ॥ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, দেশে নির্বাচনের আবহ সৃষ্টি হয়েছে। নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন খুব শিগগিরই রোডম্যাপ ঘোষণা করবে। তবে এবার আর “হাসিনা স্টাইলে” দিনের ভোট রাতে হবে না। এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে। তিনি বলেন, গত ১৬ বছর দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। বিএনপি ও ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ রাহুমুক্ত হয়েছে। যারা বিগত আন্দোলনে দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের প্রতি তিনি বিনম্র শ্রদ্ধা জানান। গতকাল বুধবার সকালে মনতলা শাহজালাল কলেজ মাঠে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে “এস এম ফয়সল শিক্ষাবৃত্তি” প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অপরূপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তনের প্রধান শিক্ষক মজিবুর রহমান বাহারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সায়হাম গ্রুপের উপ-মহাব্যবস্থাপক ক্যাপ্টেন (অব.) লিয়াকত হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক আবিদুর রহমান ও রুহুল আমিন সোহাগ। এ সময় আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা বিএনপি সভাপতি শামছুল ইসলাম কামাল, সহ-সভাপতি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, উপাধ্যক্ষ হাবিবুর রহমান, সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হক, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, পৌর বিএনপি সাধারণ সম্পাদক সাংবাদিক আলাউদ্দিন আল রনি, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, বিএনপি নেতা এডভোকেট নিজাম খান,ফরিদুর রহমান, ছায়েদুর রহমান,আনিছুল আবদাল শাহ লিটন, ফরিদ মিয়া মেম্বার, আমজাদ আলী শাহীন, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সৈয়দ আসাদুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫০ জন শিক্ষার্থীর মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com