বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ১০:২২ অপরাহ্ন

বাহুবলের রসিদপুরে প্রবাসীর ভিটেমাটি দখলের পায়তারা ॥ প্রসাশনের হস্তক্ষেপ কামনা

বাহুবলের রসিদপুরে প্রবাসীর ভিটেমাটি দখলের পায়তারা ॥ প্রসাশনের হস্তক্ষেপ কামনা

স্টাফ রিপোর্টার ॥ প্রবাসী পরিবারের ভিটেবাড়ীসহ জমিজমা দখল করার জন্য একটি দুষ্টচক্র তৎপর হয়ে উঠার অভিযোগ উঠেছে। বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের রসিদপুর গ্রামে গত জুলাই মাস থেকে ওই অপচক্রটি  বাড়ীঘর ও জমিজমা দখল করার জন্য হামলা চালায়।
এ ব্যাপারে ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে লন্ডন প্রবাসী সৈয়দা তহুরুন পপি পুলিশ সুপার, হবিগঞ্জ বরাবরে একটি অভিযোগ করেন। বাহুবল পুলিশ একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের বিষয়টি সমাধানের দায়িত্ব দিয়ে আসেন। ১৫ /২০ দিন এই দুষ্টচক্রটি দমন থাকলেও আবারো ক্ষিপ্ত হয়ে উঠছে। বাড়ীর কেয়ারটেকারের উপর হামলা করে গণ্যমান্য ব্যক্তিদের দেয়া সীমানা পিলার ভেঙ্গে ফেলে।
হবিগঞ্জ পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগে একই গ্রামের ৬ জনের নাম উল্লেখ করা হয়। অভিযুক্তরা রসিদপুর ফকির বাড়ী নিবাসী মৃত তোতা মিয়ার পুত্র শাহ লিয়াকত আলী (অনু মিয়া) তার ২ পুত্র শাহ সুজন মিয়া,  শাহশাজান মিয়া সহ দুস্কর্মের আরো ৩ সহযোগি।
অভিযোগকারী সৈয়দা তহুরুন পপি ও অপর ৩ বোনও সকলেই প্রবাসী। পপির পিতা মরহুম সৈয়দ আব্দুল মতিন মিরপুর আলিপ সোবহান কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ছিলেন। এলাকায় তিনি একজন ন্যায়পরায়ন ও সমাজসেবক হিসাবে পরিচিতি ছিল। সৈয়দা তহুরুন পপি বলেন, তার কোন ভাই নেই। ৪ বোন তারা। সবাই প্রবাসে থাকেন। বাড়ীঘর সহ জমিজমা কেয়ার টেকার দেখাশুনা করেন। প্রতিবেশী শাহ লিয়াকত আলী খান (অনু মিয়া) ও পুত্রদের আমাদের বাড়ী দখল করার ভিন্নমুখী ষড়যন্ত্র করে আসছে। গত জুলাই মাসে আমরা আমাদের বাড়ীতে গেলে হামলা চালায়। ইট পাটকেল নিক্ষেপ করে। এতে আমি ও বাড়ীর কেয়ার টেকার আহত হই। তিনি বলেন, তার বাবা সৈয়দ আব্দুল মতিন একজন মানুষ গড়ার কারিগর ছিলেন। সারা জীবন সততা ও নিষ্ঠার সাথে সাধারন জীবন যাপন করে আসছেন। তিনি তার বাবার এই অবদানের কথা স্বীকার করে এলাকার সব বয়সী সম্মানিত ব্যাক্তিবর্গের সহযোগিতা কামনা করছেন। পাশাপাশি প্রশাসনের ও সুদৃষ্টি কামনা করছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com