বুধবার, ০৯ Jul ২০২৫, ১২:০১ অপরাহ্ন

নিজে অন্যায় করবো না অন্যায় করতে দিব না – গউছ

নিজে অন্যায় করবো না অন্যায় করতে দিব না – গউছ

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক কমিটির সম্পাদক (সিলেট বিভাগ) ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- নিজে অন্যায় করবো না, অন্যকে অন্যায় করতে দিব না। কোনো দুষ্ট লোকের সাথে বিএনপির সম্পর্ক নেই। তাই আসুন দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, সকলে মিলে এক সাথে মাথা উঁচু করে পরিচয় দেই আমরা সবাই বাংলাদেশি।
তিনি গতকাল মঙ্গলবার বিকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মহান শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় হবিগঞ্জ পৌরসভার উমেদনগরে বিএনপি ও অঙ্গ সংগঠনের গণদোয়া মাহফিলে এসব কথা বলেন।
মাহফিলে জি কে গউছ আরও বলেন- আওয়ামীলীগের পাতানো ফাঁদে পা দেয়া যাবে না। দেশের পট পরিবর্তনের পর আওয়ামীলীগ নেতারা পালিয়ে গেলেও তাদের দুষ্টামী বন্ধ হয়নি। তাদের দোসররা ভিন্ন ধর্মের লোকজনকে উস্কানী দেয়, সম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। তাই সবাইকে সতর্ক থাকতে হবে, দুস্কৃতিকারীদের প্রতিরোধ করতে হবে।
তিনি বলেন- মানুষের হৃদয়ে স্থান করে নিতে পারলে বিএনপির জন্য ভোটের অভাব হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি করতে হলে মানুষের পাশে থাকতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে এমন দুস্কৃতিকারী যেই হউক তাদের প্রতিরোধ করতে হবে।
জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমানের সভাপতিত্বে এবং ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল খান ও পৌর মৎস্যজীবি দলের সভাপতি তাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, ইসলাম তরফদার তনু ও এডভোকেট কামাল উদ্দিন সেলিম, সদস্য এম জি মোহিত, গিরেন্দ্র চন্দ্র রায়, জেলা কৃষকদলের সদস্য সচিব মফিজুর রহমান বাচ্চু, যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন খান, পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সিনিয়র সহ সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক এস এম আওয়াল, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আফজাল হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মুহাইমিন চৌধুরী ফুয়াদ, সাংগঠনিক সম্পাদক মর্তুজা আহমেদ রিপন, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, সদস্য সচিব এমদাদুল হক ইমরান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম শরীফ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী, জেলা মৎস্যজীবিদলের সভাপতি এডভোকেট মুদ্দত আহমেদ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, জেলা মহিলাদলের সভাপতি এডভোকেট ফাতেমা ইয়াসমিন, সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা, সাংগঠনিক সম্পাদক সুরাইয়া খানম রাখি, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি হাফিজুল ইসলাম, মহিবুর রহমান শাওন, আব্বাস উদ্দিন, নাজমুল হোসেন বাচ্চু, মুর্শেদ আলম সাজন, শেখ মামুন, নাসির উদ্দিন বাবু, মামুন আহমেদ, আব্দুল হান্নান, হাজী ফজলুল হক সজলু, শেখ আমির আলী, বিজায় রায়, কিম্মত আলী, কদর আলী, আব্দুল কাইয়ুম মেরাজ,

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com