স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক কমিটির সম্পাদক (সিলেট বিভাগ) ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা অভিনয়ে খুব পারদর্শী ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাজার হাজার মানুষ গুলিবিদ্ধ হয়েছেন, শহীদ হয়েছেন, পঙ্গুত্ববরণ করেছেন। বাংলাদেশের ছাত্র-জনতার তাদের রক্তে শেখ হাসিনার হাত রঞ্জিত হয়েছে। কিন্তু তিনি সন্তান হারা কোনো মাকে শান্তনা দিতে যাননি, হাসপাতালে আহতদের দেখতে গিয়ে চোখের পানি ফেলেননি। তিনি মেট্রো রেলের ভাঙ্গা গ্লাস দেখে চোখের পানি ফেলেছেন। তার এসব অপকর্মের কারণে মানুষ বিক্ষুদ্ধ হয়ে উঠেছিল। যার পরিণতি তাকে ভোগ করতে হয়েছে। তিনি গতকাল রবিবার বিকালে সদর উপজেলার পইল ইউনিয়ন বিএনপির গণদোয়া মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মহান শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জি কে গউছ বলেন- আওয়ামীলীগের আজকের পরিণতি থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই আওয়ামীলীগ মানুষকে মানুষ মনে করেনি। এই আওয়ামীলীগ বাংলাদেশে মানুষ হত্যার রাজনীতি চালু করেছে, গুম করেছে, মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন করেছে, জনগণের সম্পদ লন্ঠন করেছে, দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। কিন্তু আওয়ামীলীগ নেতারা আজ কোথায়, তারা পরিবার পরিজন ফেলে পালিয়ে বেড়াচ্ছে, তাদের বাড়ি-ঘর আজ পরিত্যক্ত।
তিনি বলেন- বিএনপি প্রতিহিংসায় বিশ্বাস করে না। বিএনপি প্রতিশোধ পরায়ন দল নয়। বিএনপি ভালোবাসার হাত প্রসারিত করে মানুষের হৃদয়ে স্থান করে নিতে চায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বলেছেন আগামী দিন কে দেশ পরিচালনা করবে তার ফায়সালা করবে বাংলাদেশের জনগন। এটাই হচ্ছে বিএনপির মুলমন্ত্র, সেই নিরিখেই বিএনপি কাজ করছে। হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম উদ্দিনের পরিচালনায় এবং পইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত গণদোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, শামছুল ইসলাম মতিন ও এডভোকেট আফজাল হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ প্রমুখ।
Leave a Reply